রহমত নিউজ 22 December, 2024 10:08 PM
ভারতে ঐতিহাসিক মসজিদগুলো ভেঙ্গে মন্দির বানানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
রোববার (২২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, কট্টরপন্থী উগ্ৰ হিন্দুত্ববাদী বিজেপির শাসনামলে বিশেষ করে ২০১৪ সাল থেকে গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে মুসলিমদের বিরুদ্ধে একের পর এক সহিংস ঘটনার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ধর্মীয় স্থানের নাম পরিবর্তন সহ মুসলিম নির্যাতনের ঘটনা চরম আকার ধারণ করেছে। ১৯৯২ সালে ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙ্গার পর থেকে একই কৌশলে বারাণসির জ্ঞানবাপী মসজিদ, মথুরা শাহী ঈদগাহ মসজিদ, মীনা মসজিদ,টিপু সুলতান মসজিদ, জামিয়া মসজিদ সহ ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের অনেক ঐতিহাসিক মসজিদ ভেঙ্গে মন্দির বানানোর ষড়যন্ত্র করছে ভারতের উগ্রপন্থী হিন্দুরা। আগ্রা জামে মসজিদসহ মুসলমানদের ধর্মীয় রাহাবার হযরত খাজা মইনুদ্দিন চিশতি রহ, এর আজমীর শরিফের মাজারে শিব মন্দির রয়েছে দাবি করে আদালতে নোটিশ দিয়েছে উগ্রবাদী হিন্দু নেতারা।
মাওলানা মিয়াজী আরো বলেন, বিজেপি সরকারের প্রকাশ্য মদদে ভারতের মুসলমানদের নিপীড়ন করা হচ্ছে। মূলত ঐতিহাসিক মসজিদগুলো ভেঙ্গে প্রায় হাজার বছর ধরে মুসলিম শাসনের অধীনে থাকা ভারতকে মুসলিম শূন্য করার ষড়যন্ত্র চলছে। তাদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যেই মুসলিম নাগরিক, কর্মী এবং সাংবাদিকদের ওপর হামলা চালানো হচ্ছে। মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভেঙ্গে ফেলাসহ বিজেপি নেতাদের ইসলামবিদ্বেষী বক্তব্য এবং গণপিটুনির মত ঘটনাও বেড়েছে।
তিনি বলেন, ভারতে সাম্প্রদায়িক সহিংসতা ও সংখ্যালঘু মুসলমানদের উপর দমন পীড়নে বিশ্ববাসী উদ্বিগ্ন। ইসলাম ও মুসলিম বিরোধী ষড়যন্ত্র বন্ধ করা না হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে বাধ্য হবে।